নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে, জানুয়ারিতে ভোট। জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুরে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
ইসি আনিছুর রহমান বলেন, ‘এবার সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাবে। গত এক বছর সাত মাসে হাজার খানেক নির্বাচন করেছি। সিসি ক্যামেরা ছিল। সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা নাও থাকতে পারে। তবে নির্বাচন ব্যবস্থাপনায় অ্যাপস তৈরি হচ্ছে। অ্যাপসে ভোট কাস্টিং ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে।’