টেকনাফ-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

ঢাকা ট্রিবিউন প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২

দীর্ঘ ছয় মাস পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে এই চলাচল শুরু হচ্ছে।


পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর আগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ’র নেতৃত্বে একটি দল “বার আউলিয়া” নামের  জাহাজে চড়ে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেন।


নাসিম আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার থেকে সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।”


পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি।


পর্যবেক্ষক দলে থাকা কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, “নাফ নদের নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে পর্যটন গত মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে, এই মৌসুমে যথাসময়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।“


এর আগে এ বছরের ২০ মার্চ থেকে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us