জওয়ানে দৃশ্য নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন অ্যাটলি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৯

‘জওয়ান’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো বাজিমাত করেছেন বলিউড কিং শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমা। তার আগে জুলাই মাসে মুক্তি পেয়েছিল সিনেমার ‘প্রিভিউ’। সেখানেই ঝলক দেখা গিয়েছিল শাহরুখের একাধিক রূপের। কখনো ন্যাড়া মাথা, কখনো আবার ব্যান্ডেজ জড়ানো রূপে ধরা দিয়েছিলেন বলিউড বাদশা।


সেই সব লুকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল শাহরুখের মাস্ক পরা চেহারা। তখন শোনা গিয়েছিল, হলিউডের জনপ্রিয় এক ছবি থেকে নাকি ‘জওয়ান’ সিনেমায় ওই লুক হুবহু নকল করেছেন পরিচালক। আসলেই কি তাই? ‘জওয়ান’ মুক্তির সপ্তাহ দুয়েক পরে অবশেষে সেই অভিযোগের জবাব দিলেন অ্যাটলি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, অভিযোগের বিষয়টি তার জানা রয়েছে। তিনি বলেন, ‘আমি আমার সিনেমাতে একজন অভিনেতার মুখ ঢাকতে চেয়েছি, যাতে পরের দিকে তার লুক প্রকাশ্যে আনতে পারি। সেক্ষেত্রে কেমন ধরনের মাস্ক আমি ব্যবহার করব? আমি এক রকমের নয়, একাধিক রকমের মাস্ক ব্যবহার করেছি। কারণ আমার সিনেমাটাই আদতে মাস্ক নিয়ে। সিনেমাতে একের পর এক ঘটনার মাধ্যমে ওই চরিত্রের পরিচয় সামনে আসে। আমার প্রোডাকশন ডিজাইনার তেমনভাবেই সব মাস্ক ডিজাইন করেছেন। এদের মধ্যে কোনো একটা নকশা দেখে যদি কারও বেনের (ব্রুস বেন) কথা মনে পড়ে, তাতে আমার কোনো আপত্তি নেই। এটা একটা ভালো তুলনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us