২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর জন্য প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন। তবে সে প্রস্তুতি সাংগঠনিক ও প্রশাসনিক। মূলত তা-ই হওয়ার কথা। তবে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ও এর সমমনা দলগুলো দাবি করছে, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে তারা কোনো নির্বাচনে যাবে না। আগে পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশনেও পরিবর্তন আনার দাবি তাদের রয়েছে।
আরও লক্ষণীয় হচ্ছে, তাদের এ অবস্থান অনমনীয়। অন্যদিকে ক্ষমতায় থাকা দল ও তাদের সহযোগীরা বলে চলছে, সংবিধানের আওতায়ই হবে নির্বাচন। এতে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন কিংবা সংসদ ভেঙে দেওয়ার বিধান নেই।