মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ‘জওয়ান’। মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে প্রবেশের মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জওয়ান’।
হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে-এর রেকর্ড ৭৫ কোটি রুপি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৩০০, ৪০০ ও পাঁচশ কোটির ঘরে প্রবেশ করা প্রথম সিনেমা জওয়ান এবং বিশ্বব্যাপী ১ হাজার কোটির ঘরে প্রবেশ করা সিনেমার মধ্যেও এটি প্রথম।
এরমধ্য দিয়ে শাহরুখ খানই প্রথম নায়ক যিনি একই বছরে দুটি হাজার কোটির সিনেমা দিয়েছেন।