বিশ্বজুড়ে মেকআপের যে ট্রেন্ডটি এখন সবচেয়ে বেশি আলোচনায় তা হলো মিনিমাল মেকআপ ট্রেন্ড। এই ট্রেন্ড এখন যেকোনো অনুষ্ঠান যেমন বিয়ে, দাওয়াত, ফ্যাশন শোর রানওয়ে কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই তুমুল জনপ্রিয়। বিভিন্ন তারকারা নানা সময়ে খুব অল্প মেকআপের মাধ্যমে নতুন এই ভিন্নধর্মী লুক তৈরি করে ভক্তদের মন জয় করেছেন।
মূলত কোভিড পরবর্তী সময় থেকে এই লুকটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। 'নো মেকআপ' মেকআপ লুকে প্রসাধনীর ব্যবহার বোঝা যায় না, ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর দেখায়। সম্প্রতি বলিউড তারকা আলিয়া ভাটের এই ধরনের 'নো-মেকআপ' মেকআপ লুক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।
মিনিমাল এই লুকের প্রধান অনুপ্রেরণা হয়ে উঠেছেন আলিয়া ভাট। ঝামেলা ছাড়া সহজেই খুব অল্প প্রোডাক্ট ব্যবহার করে এই মেকআপ লুকটি তৈরি করা যায়।
এই ৬টি ধাপ অনুসরণ করে খুব সহজেই আলিয়া ভাটের মত 'নো মেকআপ' মেকআপ লুক পাওয়া সম্ভব-