গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ (পাঁচ চোখ)’ নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন।
উল্লেখ্য, ফাইভ আইজ নেটওয়ার্ক হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গোয়েন্দা জোট। নজরদারির পাশাপাশি সংকেত পাঠানোর কাজ করে থাকে এই জোট।
মার্কিন কূটনীতিক ডেভিড কোহেন বলেন, ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য আদান-প্রদান হয়েছিল। এ কারণে কানাডার নাগরিক হত্যার সঙ্গে ভারত সরকারের সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ আনেন ট্রুডো।
গত জুন মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাংকুভারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার বলেন, হরদীপ সিং হত্যায় ভারত সরকারের গোয়েন্দাদের জড়িত থাকার বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে।