আর একটা ম্যাচই আছে বিশ্বকাপ অভিযানের আগে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ পুরোটা দেখে দল ঘোষণার উপায় নেই বিসিবির নির্বাচকদের। তার মানে বিশ্বকাপের দল নির্বাচনে উপসংহারে পৌঁছে গেছেন তাঁরা। এখন শুধু ঘোষণাটাই বাকি। মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল আগামীকালই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে।
কাল কিউইদের বিপক্ষে শেষ ম্যাচের আগে সিরিজের সমতায় ফিরতে তাই একাধিক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যেহেতু প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন, তাঁর জায়গায় শেষ ম্যাচে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে শান্তর অভিষেকও হবে কাল। দলে ফিরেছেন বিশ্বকাপ নিশ্চিত থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শান্ত, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শেষ ম্যাচটা জিতে বিশ্বকাপের ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে চায় বাংলাদেশ।