হরদীপ হত্যা: বিশ্বমঞ্চে একাকী ট্রুডো, মুখোমুখি কঠিন বাস্তবতার

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৩

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তাঁদের বেশির ভাগ প্রশ্নই ছিল ভারতের শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে কানাডার অভিযোগ নিয়ে।


গত জুনে কানাডার মাটিতে গুলি করে হত্যা করা হয় হরদীপ সিংকে। এ নিয়ে সম্প্রতি ট্রুডো বলেছেন, কানাডার নাগরিক হরদীপ হত্যার পেছনে ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ তথ্য রয়েছে তাঁর কাছে। নয়াদিল্লি এ অভিযোগ নাকচ করলেও বহু আগেই তারা হরদীপকে ‘সন্ত্রাসী’ তকমা দিয়ে রেখেছিল।


নিউইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের তোড়ে ট্রুডোর মুখে চিরচেনা সেই হাসি দেখা যায়নি। তিনি বলেন, ‘আমরা কোনো উসকানি দেওয়ার বা সমস্যা ডেকে আনার চেষ্টা করছি না। আমরা নিয়মভিত্তিক শৃঙ্খলা বজায় রাখার পক্ষে কাজ করছি।’ এ সময় এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, কানাডার মিত্ররাও কি তা–ই চায়? আরেকজন তো বলেই বসেন, ‘আপনাকে একা মনে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us