নাগোর্নো-কারাবাখে বসবাস করে আসা ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় নিজ দেশ আর্মেনিয়ায় ফিরছেন। রোববার প্রথম ধাপে বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। বিচ্ছিন্ন অঞ্চলটির নেতারা জানিয়েছেন, তারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। এ ছাড়া জাতিগত নির্মূলের ভয়ও রয়েছে তাদের। কারণ, গত বুধবার ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালিয়েছে আজারবাইজান সেনাবাহিনী। খবর রয়টার্সের
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আজারবাইজানের হাতে পরাজয়ের পর আর্মেনিয়া কারাবাখের বাসিন্দাদের গ্রহণ করতে প্রস্তুত।
কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু আগে তা দেশটির নিয়ন্ত্রণের বাইরে ছিল। আজারবাইজান বলেছে, অভিযানের মাধ্যমে ওই অঞ্চলকে নিজ ভূখণ্ডে একীভূত করবে।