খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু ঘিরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক লড়াই দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। দুই দেশেই কূটনীতিকদের বহিষ্কার করেছে। চলমান এ টানাপোড়েনের মধ্যেই এবার নিউইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হলো, নিজ্জার হত্যাকাণ্ডে কানাডাকে প্রথম তথ্য দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেখান থেকেই ভারতের হাত রয়েছে গন্ধ পায় কানাডা।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের গোয়েন্দাদের জোট ‘ফাইভ আইজ পার্টনার্স’-এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পরেই মার্কিন গোয়েন্দারা কানাডাকে তথ্য সরবরাহ করেছিল। সেই সময়ই এই হত্যাকাণ্ডে ‘ভারতের যুক্ত থাকার সম্ভাবনা’র বিষয়ে অবগত ছিল না ওয়াশিংটন।