বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে দেওয়া হয় পুরস্কারটি। আগামী বছরের মার্চে বসবে অস্কারের ৯৬তম আসর। যেটার জন্য এখন থেকেই সিনেমা বাছাইয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ থেকে একটি সিনেমা পাঠানো হচ্ছে অস্কারে। সেটার নাম ‘পায়ের তলায় মাটি নাই’। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা। অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অংশ নেবে ছবিটি।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, এ বছর মাত্র দুটি সিনেমা জমা পড়েছিল। একটি ‘পায়ের তলায় মাটি নাই’, অন্যটি মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’। এর মধ্যে প্রথম ছবিকে বেছে নিয়েছে কমিটি।