জিমেইল অ্যাপে নতুন যে সুবিধা পাওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩

প্রতিদিন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আসা একাধিক ই-মেইল জমা হয় জিমেইল ইনবক্সে। ফলে প্রয়োজনের সময় ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, জিমেইলের ধারণক্ষমতাও শেষ হয়ে যেতে পারে। আর তাই অনেকেই অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে নির্বাচন করে মুছে ফেলেন। কম্পিউটার থেকে জিমেইলের ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে নির্বাচন করে মুছে ফেলা গেলেও মুঠোফোনে আলাদাভাবে নির্বাচন করতে হয়। এর ফলে সময় বেশি প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানে জিমেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘সিলেক্ট অল’ বাটন যুক্ত করছে গুগল।


নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকেই জিমেইল অ্যাপের ইনবক্সে থাকা একাধিক ই-মেইল নির্বাচন করা যাবে। ফলে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলার পাশাপাশি সেগুলো দ্রুত নির্দিষ্ট ফোল্ডারে পাঠানো বা আর্কাইভ করে রাখা যাবে। প্রাথমিকভাবে জিমেইল অ্যাপের ২০২৩.০৮.২০.৫৬১৭৫০৯৭৫ সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরা বাটনটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই এ সুবিধা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমসহ অ্যান্ড্রয়েড ১৪–এর পরীক্ষামূলক সংস্করণে যুক্ত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us