ওজন কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সেমাগ্লুটাইড নামে বহুল ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধের চেয়ে বেশি কার্যকর ওষুধ আবিষ্কার হয়েছে। গবেষকদের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিরজেপাটাইড নামে এই ওষুধ দুই ধরনের ডায়াবেটিসের চিকিৎসার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। মাউঞ্জারো ব্র্যান্ড নামে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি এটি বাজারজাত করছে।
স্থূলতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রে ওষুধটির অনুমোদন পাওয়ার চেষ্টা করছে এলি লিলি। ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্কের তৈরি ওজেম্পিক নামে সেমাগ্লুটাইড এবং ওজন কমানোর ওষুধ ওয়েগোভির চেয়ে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির কনফারেন্সে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, এলি লিলির নতুন ওষুধটি আরও কার্যকরী।
ওজন কমাতে সহায়তার জন্য এ বছরের শুরুতে ওজেম্পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আকাশচুম্বী চাহিদার জন্য সরবরাহের ঘাটতি দেখা যায়।