কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আরফিন রুমীর গাওয়া দ্বৈত গান ‘ওরে মন’ প্রকাশ হয়েছে সম্প্রতি। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে–
‘ওরে মন’ গানটি নিয়ে শ্রোতা-দর্শকের প্রতিক্রিয়া কী?
আরফিন রুমী: বেশ ভালো। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন চার নম্বরে রয়েছে। এতে প্রমাণ হয় শ্রোতারা এটি শুনছেন। এটিই ভালো লাগার বিষয়। অনেকেই বলছেন, কামব্যাক করেছেন, আপনার কাছে আরও ভালো গান শুনতে চাই। আমি মনে করি এ গান শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মাঝে একসঙ্গে সিনেমায় গান করলেও ১২ বছর পর কোনো পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে আমি আর পড়শী শ্রোতা-দর্শকের সামনে হাজির হয়েছি। এটি লিখেছেন অনুরূপ আইচ। সুর ও সংগীত পরিচালনা করেছি আমি।
অনেকেই বলেছেন গানটি পুরোনো ধাঁচের...
আরফিন রুমী: শ্রোতারা আমার কণ্ঠে ফিল্মিক টাইপের গানই বেশি শুনতে চান। প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া ছিল এ ধাঁচের গান। একজন মিউজিশিয়ান সব ধাঁচেরই গান করতে পারেন। এটাই স্বাভাবিক। এমন নয় যে, আমি নতুন দিতে পারছি না, তাই পুরোনো ধাঁচেই গান করেছি। আমাদের দেশের শ্রোতারা ইমোশনাল। এটা আমি জানি। এ কারণে আমাকে পুরোনো জনরায়ে থাকতে হয়েছে।