পুলিশ ক্যাডারে ‘হতাশা দূর করতে’ পদোন্নতি শিগগিরই

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯

জাতীয় নির্বাচনের আগে পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের ‘হতাশা দূর করতে’ ২৯০ কর্মকর্তাকে শিগগিরই পদোন্নতি দেওয়া হতে পারে। সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি করে এই পদোন্নতি দেওয়া হচ্ছে। পদোন্নতির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।


পুলিশের ২৯০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ১৪০ জনকে ও পুলিশ সুপার (এসপি) হিসেবে ১৫০ জনকে পদোন্নতির প্রস্তাব রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসপি পদে পদোন্নতির বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখছে।


গত জুলাইয়ে পুলিশের তিন কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। আরও কিছু পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর থেকে নিজেদের বঞ্চিত উল্লেখ করে পদোন্নতি চেয়ে আসছিলেন পুলিশ ক্যাডারের কিছু কর্মকর্তা। এর ধারাবাহিকতায় পুলিশ সদর দপ্তর ৫২৯ কর্মকর্তাকে সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়ার এ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us