বিশ্বকাপের আগে ওয়ানডে খেলার সুযোগ পাওয়া এবং বাংলাদেশের মতো কন্ডিশনে এসে জয় পাওয়া অসাধারণ ব্যাপার বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ শোধি। ব্যাট হাতে লোয়ার অর্ডারে ৩৫ রানের কার্যকরি ইনিংস খেলার পরে বল হাতে ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে শোধি জানান, এখানে পূর্বে তারা ভালো ক্রিকেট খেলেননি, ‘খুব ভালো একটা দিন। ঐতিহাসিকভাবে আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারিনি, ওই হিসেবে এটা খুব ভালো একটা জয়। দ্বিতীয় ইনিংসে এখানে বল স্পিন হবে, টস জিতে ব্যাটিং নেওয়ার এটা একটা বড় কারণ।’