শিশুর মেধা ও বুদ্ধির বিকাশ ঠিক মতো হচ্ছে কিনা, তা নিয়ে অধিকাংশ অভিভাবকই চিন্তিত থাকেন। কিন্তু আইকিউ বাড়িয়ে তোলা আর মোটেই কঠিন নয়। আপনার শিশুর বুদ্ধিমত্তা কেমন তা বুঝতে কিছু বিষয় অনুসরণ করুন। যেমন-
শিশুর সঙ্গে খেলার সময়ে, কয়েকটা কাজ বাছাই করে বের করে নিন। তাদেরও কিছু করতে দিন। যেমন– পাজল সলভ্ করান, একটা গান গেয়ে শোনাতে বলুন, একটা ছবি আঁকান বা একটা গল্প বলান। প্রত্যেকবারই একই কাজের পুনরাবৃত্তি প্রয়োজন নেই। কিন্তু প্রতিবারই নতুন কিছু করতে দিন এবং দুটি বা তিনটির পুনরাবৃত্তি করুন।
আপনার ছেলে বা মেয়ে কীসে আগ্রহী, তা আপনার সামনে চলে আসবে। তার এই ইচ্ছের মধ্য দিয়েই শিক্ষার প্রণালী খুঁজে পাবেন। এর ফলে আপনি এই কাজগুলির সঙ্গে শিশুর আইকিউ-এর সংমিশ্রণ খুঁজে পাবেন।
নানা কাজের মধ্যে নিজের সন্তানকে নিয়োজিত করুন। অবশ্যই এই কাজগুলি যেন তাদের পছন্দমতো হয় এবং তারা করতে আগ্রহী হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানের অবিরাম সাফল্য, উৎসাহ ও আনন্দ টের পাবেন। নির্দিষ্ট উচ্চ আইকিউ-এর এটি একটি ইঙ্গিত।