নরম চুলের জন্য কলা ব্যবহার করুন ৬ উপায়ে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৬

ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ কলা ব্যবহার করতে পারেন চুলের যত্নে। চুল নরম ও সিল্কি করতে এর জুড়ি নেই। চুলকে ময়েশ্চারাইজ করতে কয়েকটি উপায়ে কলার প্যাক ব্যবহার করতে পারেন।



  • দুটি কলা চটকে একটি ডিম মেশান। এবার ডিম ও কলার পেস্ট চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।

  • একটি কলা চটকে ৩ চা চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

  • কলা চটকে অ্যালোভেরার জেল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। চুল খোঁপা করে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

  • টক দইয়ের সঙ্গে কলা মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চুলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

  • ২টি পাকা কলা মিহি করে চটকে নিন। ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ নারিকেলের দুধ মেশান এর সঙ্গে। আরও মেশান কয়েক ফোঁটা গোলাপজল ও ২ টেবিল চামচ অলিভ অয়েল। চুল সামান্য ভিজিয়ে তারপর লাগান এই প্যাক। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

  • একটি পাকা কলা চটকে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। ২ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠান্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ফাটবে না চুলের আগা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us