নাইজেরিয়ার জামফারার একটি বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ থেকে কমপক্ষে ২৪ ছাত্রীসহ ৩০ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। খবর এনডিটিভির।
শনিবার স্থানীয়রা বাসিন্দারা এএফপিকে জানান, কয়েক ডজন বন্দুকধারী দস্যু শুক্রবার ফেডারেল ইউনিভার্সিটির পাশে সাবোন গিদা গ্রামে ঢুকে তিনটি ছাত্রী হোস্টেলে ভাঙচুর করে এবং বাসিন্দাদের তুলে নিয়ে যায়।