ফের বিয়ের ঢোল বাজলো বলিউডে। এবার গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ঘর বাঁধছেন তিনি। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে।
রাজস্থানের প্রাসাদের শহর হিসেবে খ্যাত উদয়পুরের লীলা প্রাসাদে হচ্ছে পরি-রাঘবের বিয়ে। শনিবার দিনভর সেখানে অতিথিরা পৌঁছেছেন। হাজির হয়েছেন বর-কনেও। রাত সাড়ে ১১টা নাগাদ শুরু হবে তাদের হলুদ অনুষ্ঠান।