ভিসা জটিলতায় ভারতে যাওয়ার আগে ধাক্কা খেল পাকিস্তান

প্রথম আলো প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২

বিশ্বকাপের আগে দলগুলো নিজেদের চাঙা রাখতে নানা উদ্যোগ নেয়। পাকিস্তান ক্রিকেট দলও চেয়েছিল ভারত যাওয়ার আগে দুবাইয়ে সময় কাটিয়ে নিজেদের মধ্যে দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে। বিশেষ করে এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের আগে নিজেদের মনোযোগ ঠিক রাখতেই দুবাইয়ে পুরো দলকে একত্র করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।


কিন্তু দলের সেই উদ্যোগ ভেস্তে গেছে ভিসা জটিলতায়। ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান এখনো তাদের ভারতযাত্রার ভিসা হাতে পায়নি। আর এ কারণে তাদের দুবাইয়ে সময় কাটানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে।


আগামী সোমবার দুবাইয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে লাহোর থেকে সরাসরি দুবাইয়ে গিয়ে জড়ো হতে চেয়েছিল দলটি। সেখানে দুই দিন থেকে তারপর সরাসরি হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। জানা গেছে, বাবর আজমের নেতৃত্বাধীন দল আগামী বুধবারেই দুবাই যাবে এবং বৃহস্পতিবার সেখান থেকে সরাসরি হায়দরাবাদে গিয়ে পৌঁছাবে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us