এট্রোপিক রাইনাইটিসের আধুনিক চিকিৎসা

দেশ রূপান্তর প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪

এট্রোপিক রাইনাইটিস একটি দীর্ঘমেয়াদি ক্ষয়রোগ, যাতে নাকের ঝিল্লি, ঝিল্লির নিচের অংশ বা তার আশপাশের হাড় ক্ষয় হয়ে যায়। এই রোগটি সাধারণত মহিলাদের বেশি হয়।


কারণ


বংশগতঅপুষ্টি এবং পুষ্টিহীনতানাক এবং সাইনাসের দীর্ঘমেয়াদি প্রদাহরক্তনালি প্রদাহহরমোনজনিতনাকের হাড়ের অসামঞ্জস্য ইমিউনোলজিক্যাল


উপসর্গ


নাক দিয়ে দুর্গন্ধ বের হয়, যা রোগী নিজে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশের লোকজন দুর্গন্ধ পায়।নাক বন্ধ থাকে এবং এক ধরনের সবুজ, দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ করে।মাঝে মধ্যে নাক দিয়ে রক্তপাত হতে পারে।


মাথাব্যথা, নাক ও গলা শুষ্ক হয়ে যেতে পারে।নাকের গহ্বর বেশ বড়নাকের আশপাশের মাংসগুলো শুকিয়ে ছোট বা ক্ষয় হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us