জওয়ান’ নির্মাতা অ্যাটলির গল্প

দেশ রূপান্তর প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭

যার নির্মিত সিনেমা নিয়ে এখন গোটা বিশ্বে হইচই, বক্স অফিসে বইছে সুনামি, এক যুগ আগে তিনি নিজেও এমনটা কল্পনা করেননি। অবিশ্বাস্য সেই উত্থানের নায়ক অ্যাটলি কুমার। পেশাদার জীবনে তিনি নির্মাতা হলেও নিজের সফল জীবনে সত্যিকার অর্থেই তিনি নায়ক। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত নতুন সিনেমা ‘জওয়ান’। যার মুখ্য ভূমিকায় আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতিমধ্যে বিশ^ব্যাপী এর আয় ছাড়িয়ে গেছে ৯০০ কোটি রুপি। হিন্দির পাশাপাশি তামিল-তেলুগু ও আন্তর্জাতিক বাজারেও চুটিয়ে ব্যবসা করছে ছবিটি। সেই সুবাদে দর্শক-সমালোচকের চর্চায় রয়েছেন অ্যাটলিও। ২১ সেপ্টেম্বর ছিল অ্যাটলির জন্মদিন। বিশেষ এই দিনে তার সম্পর্কে কিছু অজানা তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। কীভাবে তিনি সাধারণ এক তরুণ থেকে ভারতের সফলতম নির্মাতা হয়ে উঠেছেন, সে কথাই উঠে এসেছে এই প্রতিবেদনে :


শুরুর গল্প


১৯৮৬ সালের এই দিনে তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্ম অ্যাটলির। আসল নাম অরুণ কুমার। সিনেমার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখেছেন। সেই লক্ষ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে শুরু করেন কাজ। তামিল নির্মাতা শংকরের ‘এথিরাম’ (২০১০) ও ‘নানবান’ (২০১২) সিনেমায় সহকারী ছিলেন। এর ফাঁকে ২০১১ সালে অ্যাটলি ‘মুগাপুথাগাম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ প্রশংসা কুড়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us