শাস্তি দিতে কেন এক বছর পার

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০

সরকারি চাকরি নিয়ে জনমনে একটি ধারণা হচ্ছে, কোনো দোষ বা অন্যায় করলেও সহজে শাস্তি হয় না, শাস্তি হলেও চাকরি যায় না। জবাবদিহি প্রদর্শনের চর্চা না থাকার কারণ সরকারি চাকরিরতরা অন্যায় করলেও অনেক সময় পার পেয়ে যাচ্ছেন, এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। অনেকে সুযোগ পেয়ে বা সুযোগ নিয়ে এর অসদ্ব্যবহারও করছেন। যার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আট দিনের ছুটি নিয়ে প্রায় এক বছর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি। এমন পরিস্থিতিতে স্কুলটিতে পাঠদানে একধরনের স্থবিরতা তৈরি হয়েছে।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আট দিনের নৈমিত্তিক ছুটি নেন। ছুটি শেষ হলেও কর্মস্থলে যোগ দেননি তিনি। পরবর্তী সময়ে আর কোনো ছুটি না নিয়ে এখন পর্যন্ত বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তিনি। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ ও পরিদর্শন প্রতিবেদন থেকে জানা গেছে, ওই শিক্ষক যুক্তরাজ্যে চলে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us