গাছ যে জীবন ও পরিবেশের জন্য কতটা মূল্যবান তা আর এখন কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয় না। একজন লেখাপড়া না জানা সাধারণ লোকও তা বোঝেন, স্বীকার করেন যে গাছ কাটা ভালো নয়। অথচ আমরা যাঁরা নিজেদের তথাকথিত শিক্ষিত বলে দাবি করি, তাঁরাই অযথা গাছ কাটি আর মুখে মুখে ফতোয়া দিই—একটা কাটলে আর একটা লাগাও।
কিন্তু একবারও ভেবে দেখি না, যে গাছটি কাটা হচ্ছে, সেটি হয়তো কুড়ি বছরে অমন বড় হয়েছে। তার মানে আজ যে গাছটি কাটা হচ্ছে, সেটি আমাদের কুড়ি বছর ধরে পৃথিবী ও মানুষের সেবা করে আসছে। যত দিন বেঁচে থাকবে, তত দিন সে নিঃস্বার্থভাবে সেবা করেই যাবে। আর যে চারা গাছটি আজ লাগানো হচ্ছে, সেটি অমন বড় হতে সেই কুড়ি বছরই লাগবে। তার মানে এই কুড়ি বছর আমরা সেভাবে সেই গাছের সেবা পাব না, যেটা সেই বয়স্ক গাছের কাছ থেকে আমরা পেয়েছিলাম।