অশ্লীলতাসহ বিভিন্ন কারণে স্থায়ীভাবে প্রদর্শন নিষিদ্ধ বেশ কিছু দেশীয় চলচ্চিত্রের ছড়াছড়ি ইউটিউবে। নামহীন ইউটিউব চ্যানেলের পাশাপাশি জনপ্রিয় কিছু প্রতিষ্ঠানের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও রয়েছে এসব চলচ্চিত্র। দর্শকেরাও দেখছেন এসব ছবি।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, উন্মুক্ত প্ল্যাটফর্ম হলেই যা খুশি তাই পোস্ট করা যায় না। সমাজে কী প্রভাব ফেলবে, সেটাও ভেবে দেখতে হবে।