আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে গত এপ্রিলে। এর পর থেকে সিংহাসন ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর আজ ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থানটা আরও দৃঢ় করেছে তারা।
বেড়েছে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট। ৭.৮ রেটিং পয়েন্ট বেড়েছে লিওনেল মেসির দলের। এর ফলে দুইয়ে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়ল আর্জেন্টিনার। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৮৫১.৪১। গত ২০ জুলাই প্রকাশিত আগের র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩।