বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরার আকার একটি লবণের দানার চেয়েও ছোট। তবে ছোট্ট হলে কী হবে, এতে ঝকঝকে এইচডি ছবি উঠবে। এমনই ছোট্ট এবং দুর্দান্ত একটি ক্যামেরা তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এই ডিভাইসটি একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা, যা এতই ছোট যে হাতের কাছে রাখলেও সহজে দেখা যাবে না। এটি বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা।
বিজ্ঞানীরা এমন অনেক কিছুই তৈরি করে, যা দেখলে স্বপ্নের মতো মনে হয়। বিশ্ববাসীর কাছে যখনই কোনো কিছু অসম্ভব মনে হয়, তখনই সেটা তৈরি করে অসাধ্য সাধন করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের অনেক কিছুই বাস্তবের চেয়ে অলৌকিক বলে মনে হয়। তবে এজন্য বিজ্ঞানীদের অদম্য পরিশ্রম জড়িয়ে থাকে।