দেশের চলমান অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে ফ্রিজ–ফ্রিজার, টেলিভিশনসহ গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রীর বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। বাজারে এসব পণ্যের বিক্রি কমার পাশাপাশি বিদেশের রপ্তানির ক্ষেত্রেও ভাটা পড়েছে।
তবে তীব্র দাবদাহের কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিক্রি অবশ্য বেড়েছে। ইলেকট্রনিকস পণ্যের দেশীয় জায়ান্ট ওয়ালটনের বার্ষিক বিক্রির হিসাব থেকে এ রকম তথ্যই পাওয়া গেছে। বিক্রি কমে যাওয়ার বড় প্রভাব পড়েছে কোম্পানিটির আয় ও মুনাফায়।
ওয়ালটন সম্প্রতি গত জুনে সমাপ্ত সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে কোম্পানিটির পণ্য বিক্রির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। সেই সব তথ্য পর্যালোচনায় দেখা যায়, এক বছরের ব্যবধানে ওয়ালটনের ফ্রিজ, ফ্রিজার ও কম্প্রেসর বিক্রি কমেছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। টিভি বিক্রি কমেছে ২০৭ কোটি টাকা।