কষ্টার্জিত নিজের টাকা ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার অ্যাকাউন্টে রেখেছিলেন আতিকুর রহমান। তিনি একটি বিমা কোম্পানির শাখাপ্রধান।
প্রতারণার মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার অ্যাকাউন্ট থেকে তার পৌনে তিন লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের ১০টি নম্বরে এসব টাকা পাঠানো হয়েছে। অথচ কিছুই টের পাননি গ্রাহক। এ বিষয়ে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি ইস্টার্ন ব্যাংকের শাখার ব্যবস্থাপক। ফলে এই ব্যাংকে রাখা টাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী গ্রাহকের সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারেন। কারণ, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া বিকাশের ১০টি নম্বরে টাকা নেওয়া সম্ভব নয়।