বিশ্ববাজারে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম কমছে, আর আমাদের বেড়েই চলেছে। এ যেন মুখস্থ করতে কষ্ট হয়ে যাওয়া ব্যস্তানুপাতিকের কোনো গাণিতিক সূত্র। ওএমএসের লাইনে দাঁড়িয়ে রাত পার করে দেওয়ার খবর তো আমরা হরহামেশাই দেখি। কার্ড করে দেওয়ার আগপর্যন্ত করোনার পর টিসিবির ট্রাকের পেছনে মানুষের অসহায়ত্বের যে দৌড় আমরা দেখেছি, তা–ও আদৌ ভোলার নয়।
কিছুদিন পরপর একেকটি পণ্যের লাগামহীন দাম বাড়ে, আর পত্রিকার খবর বের হয়, কয়েক সপ্তাহে বাজার থেকে শত বা হাজার কোটি টাকা তুলে নিল সিন্ডিকেট। সিন্ডিকেটের বিরুদ্ধে মিছে হুংকার দিতে দিতে আমাদের মন্ত্রীদের তামাশাও ঢের দেখা হয়ে গেছে। তাঁদের কথাবার্তা শুনলে মনে হয়, ‘খোকন খোকন ডাক পাড়ি’ ছড়ার মতো সিন্ডিকেটদেরই ‘দুধমাখা ভাত’ খাওয়ার সুযোগ করে দিচ্ছেন তাঁরা।