তৈরি পোশাক আর জনশক্তি রপ্তানির বাইরে আমাদের বাকি যেসব খাত থেকে বড় ধরনের বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা আছে, সেগুলোর মধ্যে অন্যতম তথ্যপ্রযুক্তি খাত। কথা ছিল, ২০২১ সালের মধ্যে এই খাতে ৫০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আসবে। বৈদেশিক মুদ্রা যেখানে থাকার, সেখানে থাকলেও পরিবর্তন হয়েছে কথার। ২০২১-এর বদলে এখন ২০২৫ সালের মধ্যে ৫০০ কোটি ডলার রপ্তানির আয়ের লক্ষ্য।
বিভিন্ন হিসাব-নিকাশ, বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির প্রসার ও চাহিদা বিবেচনায় নিলে ৫০০ কোটি ডলার বাস্তবসম্মত লক্ষ্য। তবে অনুশীলন না করে শুধু গায়ের জোরে ডাউন দ্য উইকেটে এসে ব্যাট চালালেই যেমন ক্রিকেট ম্যাচ জেতা যায় না, তেমনি উপযুক্ত পরিবেশ তৈরি না করে শুধু সভা-সমাবেশ করে বারবার ৫০০ কোটি ডলার বলতে থাকলেই সেটি অর্জিত হয়ে যাবে না।