ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করেন, আবার লোকসানও করেন। এটা মেনে নিয়ে তাঁদের ব্যবসা করতে দেওয়া উচিত। তবে অতিরিক্ত মুনাফা করা কখনোই ঠিক না। এ ক্ষেত্রে সরকার দেশি পেঁয়াজের দাম কমাতে যে সদিচ্ছা দেখাচ্ছে তা ইতিবাচক; কিন্তু পেঁয়াজের মতো কাঁচামালের দাম নির্দিষ্ট করে বেঁধে দেওয়ায় কতটা কাজ হবে তা বলতে পারছি না।
সরকার দেশি পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজি ৬৪–৬৫ টাকায় বেঁধে দিয়েছে। যতটুকু জেনেছি, পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার আগে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়নি। ফলে এর প্রভাব পড়েছে বাজারে। দেশি পেঁয়াজের দাম কমাতে গিয়ে আমদানি করা পেঁয়াজের দামেও লোকসান দিতে হচ্ছে। এমনটা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিতে পারেন।