খুব ভালোভাবে সংরক্ষিত বিরল একটি ডাইনোসরের কঙ্কাল নিলামে বিক্রির জন্য তোলা হচ্ছে। আগামী মাসে প্যারিসে এ নিলাম হবে। ক্যাম্পটোসোরাস প্রজাতির ডাইনোসরের এ কঙ্কাল প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগের।
যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে গত শতকের নব্বইয়ের দশকে ডাইনোসরের কঙ্কালটি পাওয়া যায়। ২০০০ সালে জীবাশ্মবিদ ব্যারি জেমস প্রাথমিকভাবে এটি সংরক্ষণের ব্যবস্থা নেন। তাঁর নামানুসারেই কঙ্কালটির নাম দেওয়া হয় ব্যারি।