সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। ম্যাচটিতে বল ও ব্যাট হাতে বেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারের জন্যই যেন এটি অনেকটা স্বপ্নের মতো।
গত শুক্রবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলদেশের সুপার ফোরের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বোলিংয়ের ইনিংসের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটটি শিকার করেন তানজিম সাকিব। এমনকি টানটান উত্তেজনার ম্যাচটির শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১২ রান। তখন ২০ বছর বয়সী এই তরুণের হাতেই বল তুলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। অধিনায়কের দেওয়া দায়িত্ব বেশ ভালোভাবেই সামলে নেন তিনি। শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬ রানে।