আফ্রিকার দেশ সুদানে ক্ষমতার লড়াইয়ে সেনাবাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীর সংঘাত ছয় মাসে গড়িয়েছে। এর মধ্যে রাজধানী খার্তুমের প্রাণকেন্দ্রে আইকনিক একটি ভবনে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার ভোরে খার্তুমের গ্রেটার নাইল পেট্রোলিয়াম অপারেটিং কোম্পানির (জিএনপিওসি) টাওয়ারে আগুন জ্বলতে দেখা যায়। বহুতল এই বাণিজ্যিক ভবনটি খার্তুমের আইকনিক একটি স্থাপনা হিসেবে পরিচিত। এটি খার্তুমের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের মধ্যে এ ঘটনা ঘটল বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।