বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরে যাবো না। খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার কিছু হলে সারা দেশে আগুন জ্বলবে।’
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চ কর্মসূচির উদ্বোধনকালে পথসভায় তিনি এ কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই রোড মার্চের আয়োজন করে।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা সাঈদীকে (জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাঈদী) জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনই তারা খালেদা জিয়াকেও মারতে চায়।’