এক খাল খননে ৯ বছর পার, প্রকল্পের ব্যয় বেড়েছে পাঁচ গুণ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩০

চট্টগ্রাম নগরী থেকে জলাবদ্ধতা দূর করতে ২০১৪ সালে একটি খাল খনন প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন এই খাল খনন করা হচ্ছে। প্রকল্পটির শুরুতে ব্যয় ধরা হয় ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা। কিন্তু নির্ধারিত সময়ে শেষ হয়নি খাল খননের কাজ। এতে প্রকল্পের ব্যয় প্রায় পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা। ৯ বছরে বর্তমানে কাজের অগ্রগতি ৫৮ শতাংশ।


সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর দুই হাজার ২৬৪ হেক্টর এলাকার পানি নিষ্কাশিত হয়ে কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।  


বর্তমানে সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম নগরী। সড়ক অলি-গলি এবং বাড়িঘর ডুবে যাওয়ায় দুর্ভোগের শিকার হয় নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের এই খাল খননসহ নগরীতে ১০ হাজার ৯২১ কোটি ২২ লাখ টাকার মোট চারটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us