বৃষ্টি না হওয়ার পরও চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে আজ শনিবার আকস্মিক জলাবদ্ধতা দেখা গেছে। এর ফলে যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে দিনভর। এখনও এই অবস্থাতেই আছে ওই মোড়।
জিইসি মোড় বন্দর নগরীর অন্যতম ব্যস্ত এলাকা। ২টি কলেজ ও বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হয় এই এলাকা দিয়ে। এ ছাড়াও, এই চৌরাস্তার আশেপাশে বেশ কয়েকটি ব্যাংক ও শপিংমল রয়েছে।
আজ সকাল সাড়ে ১০টার দিক থেকে সড়কে হঠাৎ জলাবদ্ধতা দেখা দেয় বলে এলাকাবাসী ও যাত্রীরা জানান।
তারা জানান, আজ বা আগের রাতে বৃষ্টি না হলেও রাস্তার পাশের নর্দমা থেকে নোংরা পানি উপচে পড়ে আশপাশের ১০০ মিটার এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। রাস্তায় জলাবদ্ধতার কারণে পথচারীদের নোংরা পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হয় এবং যানবাহনগুলোকেও নোংরা পানি দিয়ে চলাচল করতে হয়।