কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ঢাকার একক প্রযোজিত সিনেমায় কাজ করছেন। ছবির নাম ‘ছায়াবাজ’। তাজু কামরুলের পরিচালনায় তার বিপরীতে নায়ক জায়েদ খান। গত ৩০ আগস্ট থেকে এক সপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে গেছেন এই নায়িকা। দেশে যাওয়ার পরপরই বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়েছে, নৃত্য পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় প্রথম ধাপের কাজ শেষ না করেই দেশে ফিরে গেছেন সায়ন্তিকা।
শোনা যায়, একটি গানের দৃশ্য করার সময় নৃত্য পরিচালক মাইকেল বাবু না বলে সায়ন্তিকার হাত ধরে গানের দৃশ্য বুঝিয়ে দেওয়ার কারণেই নাকি নায়িকা চটেছেন। পরবর্তী সময় গানের কাজ শেষ না করেই দেশে ফিরে গেছেন।
যখন এসব খবর দেশের মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, তখন সায়ন্তিকা কলকাতায়। বিষয়টি তার নজরে এলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে পরিষ্কার করেছেন সায়ন্তিকা। ১৬ সেপ্টেম্বর অনলাইনে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে তিনি প্রযোজককে দায়ী করেছেন, শুটিংয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।