আগামীকাল ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে কলম্বোর প্রেমাদাসায় কাল খেলতে পারবে না মহীশ তিকশানা। বুধবার পাকিস্তানের বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনালে’ হ্যামস্ট্রিংয়ে চোট পান এই স্পিনার। আজ এক বিবৃতিতে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের সেই ম্যাচ চলাকালে দেখা যায়, তিকশানা দুজনের সহযোগিতা মাঠের বাইরে যাচ্ছেন। তখনই তিকশানার ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জাগে। স্ক্যান রিপোর্ট হাতে আসার পর শঙ্কাটাই সত্যি হয়েছে। জানা গেছে, তিকশানা হ্যামস্ট্রিংয়ে চোটের মাত্রা গ্রেড-২ পর্যায়ের।
এলএলসি বিবৃতিতে লিখেছে, ‘স্ক্যানের মাধ্যমে মহীশ তিকশানার পেশিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়। পুনর্বাসনপ্রক্রিয়া সম্পন্ন করতে তিকশানা হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।’