এলিভেটেড এক্সপ্রেসওয়ে: পরীক্ষামূলক বাস চলবে সোমবার থেকে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হচ্ছে। শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আটটি বাস চলাচল করবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।


বিআরটিসি চেয়ারম্যান জানান, সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট রুটে পরীক্ষামূলকভাবে আটটি বাস চলাচল করবে। জসীমউদ্দীন, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা থেকে যাত্রীরা বাসে উঠতে পারবেন, নামবেন ফার্মগেটে। সংসদ ভবনের খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ী ও বিজয় সরণি থেকেও বাসে উঠা যাবে।


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল থাকলেও আপাতত তা ভাড়ার সঙ্গে সমন্বয় করা হচ্ছে না বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। পরীক্ষামূলক বাস চলাচল সফল হলে সরকার টোলের সঙ্গে ভাড়া সমন্বয় করলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us