নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। সিনেমার নাম ‘ওমর’। এটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। শনিবার (১৬ সেপ্টেম্বর) এই খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
নির্মাতা বলেন, ওমর সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।
‘ওমর’ ঘিরে আরও একটি মজার বিষয় জানালেন নির্মাতা। তা হলো, এই সিনেমার চিত্রগ্রাহক হিসেবে যিনি থাকছেন, তার নামও রাজ, রাজু রাজ!