সোহানুর রহমান সোহান : তারকাদের তারকা

ঢাকা পোষ্ট ড. মতিন রহমান প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪

সোহানুর রহমান সোহান। বাংলাদেশের চলচ্চিত্রে সফল একজন চলচ্চিত্র নির্মাতার নাম। যে নাম এখন দর্শক-পাঠকের কাছে অতীত পৃষ্ঠার স্মৃতি। অনুসন্ধানমূলক দৃষ্টিকোণে সোহানুর রহমান সোহানের জীবন ও কর্ম বিশ্লেষণ করলে প্রমাণ করবে তিনি কেবল চলচ্চিত্র পরিচালক ছিলেন না, ছিলেন সংগঠক, শিল্প সংস্কারক এবং দুঃসাহসী সংস্কৃতিকর্মী।


গড় পছন্দে তিনি বিনোদনধর্মী সিনেমা নির্মাণের চেনা পথে ভ্রমণ করলেও তিনি ছিলেন এক কর্মীপুরুষ। যার যোগফল তার নানামাত্রিক সাফল্য। সোহানের প্রারম্ভিক যাত্রার পথ যেমন প্রশস্ত ছিল তেমনিই ছিল আলোকিত। চিত্রশিল্পী, নাট্যকার, সংলাপ লেখক এবং যার খ্যাতি ছিল—‘ভেজা চোখ’, ‘তিনকন্যা’ এবং ‘আনন্দ অশ্রু’ নামের দর্শক সমাদৃত সিনেমার পরিচালক হিসেবে, তিনি শিবলি সাদিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us