চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাইয়ে বিদেশী ঋণের আসল ও সুদ হিসেবে প্রায় ২৫ কোটি ৩১ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। যেটি এক বছর আগে ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে ছিল ১৭ কোটি ৯০ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে বিদেশী ঋণের আসল ও সুদ পরিশোধ বেড়েছে ৪১ শতাংশের বেশি। বাংলাদেশী মুদ্রা টাকায় হিসাব করলে এ বৃদ্ধির হার দাঁড়ায় প্রায় ৬৪ শতাংশে।
বিদেশী ঋণ পরিশোধ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত কমে আসছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর দেশে রিজার্ভ ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্র অনুসারে, এক বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে বিপিএম ৬ হিসাবে রিজার্ভ ছিল আনুমানিক ২৯ থেকে ৩০ বিলিয়ন ডলার। গত বছর সেন্ট্রাল ব্যাংক বিপিএম ৬ পদ্ধতিতে হিসাব করত না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নেয়ার পর চলতি বছরের জুন থেকে তা প্রকাশ করছে। গ্রস হিসাবে ২০২২ সেপ্টেম্বরে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। এখন তা নেমে এসেছে ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে। সে হিসাবে বাংলাদেশের রিজার্ভ এক বছরে কমেছে প্রায় ৯ বিলিয়ন ডলার বা এক-চতুর্থাংশ।