গেমিং খাতের সঙ্গে এর বিভিন্ন যন্ত্রাংশের জনপ্রিয়তা ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি গেমারদের জন্য বিবিধ পণ্য তৈরি করছে। যার মধ্যে স্মার্টফোন, কিবোর্ড, মাউস ও হেডফোন রয়েছে। এগুলো ছাড়াও মনিটর অন্যতম। মনিটরের বৈশ্বিক বাজারে এসার, শাওমি, এওসি ও আসুস শীর্ষে থাকার প্রতিযোগিতা করছে। সম্প্রতি এ-সংক্রান্ত এক জরিপ পরিচালনা করেছে রুন্টো।
রুন্টোর জরিপের বরাতে গিজমোচায়নায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্ববাজারে শীর্ষ তিনে রয়েছে এওসি, এইচকেসি ও টাইটাস গেমিং। ষষ্ঠ অবস্থান থেকে বড় অর্জনের মাধ্যমে চতুর্থ স্থানে এসেছে শাওমি। মূলত পি২৭কিউবিসি-আরজি ও এ২৪এফএএ-আরজি মডেল প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৈশ্বিক পর্যায়ে চীন অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। বিপুল জনসংখ্যা ও প্রযুক্তিতে আগ্রহ থাকায় অনেক কোম্পানি এখানকার বাজার লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে চীনের অনলাইন গেমিং মনিটর বাজার শক্তিশালী প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। সেখানে মনিটর বিক্রির পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ইউনিট ছাড়িয়েছে। বছরওয়ারি হিসেবে তা ৩৬ এবং মাসওয়ারি ১২ শতাংশ বেড়েছে।