অনলাইনে ভিডিও বৈঠকের সময় স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার ভার্চ্যুয়াল সহকারী চ্যাটবট চালু করেছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার জুম।
‘জুম এআই কম্পেনিয়ন’ নামের এআই চ্যাটবটটি বৈঠক চলাকালে অন্য ব্যক্তিদের পাঠানো বার্তার উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেওয়ার পাশাপাশি বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপ জানাতে পারে। শুধু তা-ই নয়, ব্যস্ততার কারণে বৈঠকে অংশ নিতে না পারলে পরে অনলাইনে সংরক্ষণ করা (ক্লাউডে) বৈঠকের তথ্য পর্যালোচনা করে উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ করে দেয়।