চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ। মার্কিন সরকারের ধারণা, বেইজিং তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।
জাপানে নিযুক্ত মার্কিন কূটনীতিক রাহম ইমানুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগে এ প্রতিবেদন প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস। ওই স্ট্যাটাসে মার্কিন কূটনীতিক বলেছিলেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী শাংফুকে প্রায় তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না বা এ সময়ের মধ্যে তাঁর কোনো বক্তব্য শোনা যায়নি।