প্রয়োজন মনুষ্যত্ববোধের সংরক্ষণ

জাগো নিউজ ২৪ শেখ ফয়সল আমীন প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩

গণমাধ্যমে প্রচারিত একটি সংবাদ হঠাৎ চোখে পড়লো। সংবাদটির সারাংশ এমন— ‘কু-প্রস্তাব দেওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে শনিবার (২৬ আগস্ট, ২০২৩) সকালে বাবাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে।’ জানি—অপরাধ মানুষের এক প্রাগৈতিহাসিক প্রবণতা। অথচ একথাও সত্য যে, সময়ের পরিক্রমায় মানুষের সভ্যতার বিবর্তন হয়। বলা হয়, প্রতিদিন আমরা আরও সমৃদ্ধ সভ্যতার দিকে যাচ্ছি, আমরা আধুনিক হচ্ছি। কিন্তু আমরা কোন পথে হাঁটছি? মৌলিক নাকি যান্ত্রিক সভ্যতার?


মেটামর্ডান যুগে আমাদের অপরাধ প্রবণতাগুলোও চরিত্র বদলেছে। ঘটনাগুলো আর দশটি সামাজিক অপরাধের মতো নয়। বাবা-মা-সন্তান, শিক্ষক-শিক্ষার্থী সর্ম্পকগুলো স্বর্গীয় মর্যাদার। কিন্তু যখন একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীর সম্ভ্রম ও জীবন অনিরাপদ হয়ে যায়, যখন বাবা-মায়ের হাতে প্রাণ যায় সন্তানের কিংবা সন্তানের হাতে বাবা-মায়ের তখন ভেঙে পড়ে নৈতিকতা, মানব-অস্তিত্ব ও বিশ্বাসের দেওয়াল। ঘৃণা ও অবিশ্বাসের চোরাবালিতে ডুবে যায় সব সম্পর্কের ভিত্তিপ্রস্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us